পুড়তে পুড়তে যে ভয়াবহ ক্ষত;তা নিয়েই থাকি । অশ্বিাসের প্রতিজ্ঞাতেই পড়ে রইলো আমার সবটুকু জয় !
জয়ীতা তোমার নাম দিয়েছিলাম; কল্পনার সবটুকু রঙ ঝল মলে সেই দিনে । আদতে হেরে গেছি
আমি আর জিতটা তোমারই । তোমার জয়ে আমি গর্বিত হবোনা ভেবোনা । তবে কষ্টটা ওখানেই
একত্র বাসের যে কথাটা
তা তুমি ভুলে গেছো বে-মালুম । রহস্যের ঘেরাটোপে অনিয়শ্চয়তার অস্থায়ী শেকঁড় ধারন
করে কি বেঁেচ থাকা যায় ?
দিনকে দিন ক্ষতটা জায়গা দখল নিচ্ছে নিচ্ছে সুখীতম দিন গুলোও । তোমার হেয়লীপনা অথবা ইচ্ছা অনিচ্ছায় ।