কাকের কর্কষ কাকা ডাকে আমার জীবন সংসার
মরুময় হয়ে উঠছে ক্রমাগত
ফাগুনের খাঁ খাঁ রোদ্দুর আমার উঠোন জুড়ে
পল্লবিত বৃক্ষের পাতা ঝরে গেছে সেই কবেই  !
নিঃসাঢ় রজনী
অভূক্ত দুপুর
বিধবা বিকেল
প্রলয়ংকরী সন্ধ্যে
দ্বীর্ঘ শ্বাসের মরানদী আমার ।
চিহ্ন টুকু কেবল
ধরে রাখবার প্রানান্তকর চেষ্টা মধ্যরাত্রী আমার আছে
নীদ্রাবিহীন কালো সময়ের বালিশে  ।
আমার নেই ঘড়
ঝড় আছে প্রকম্পিত নির্মেঘ আকাশে
জলের প্লাবন আছে বারোমাসী
কষ্ট আছে
তৃর্ঞ্চাত কষ্টের সল্তে আছে
আছে অপমানের জ্যান্ত লাশ বাহী ট্রলি
আগুন আছে আমার
জ্বলবার নিজেকে পোড়াবার
আমার ফাগুন নেই
অপূষ্ট কাকের চিৎকার আছে  ক্ষুর্ধাত
নেই, নেই শব্দের ঝাপি আছে
সুদ খোর সময়ের উজানী ঢল আছে
যন্তনায় মোড়ানো অতীত
অ সূখ আছে আমার
গর্ব করবার মতো !
(…)