নারীত্বের বড়াই আছে আমার মায়ের আঁচল তলে
ঘৃনার অনলে আমার সকাল সন্ধ্যে বসবাস
ঘরনীর রক্ত চক্ষু আমাকে বিচলিত
আমাকে রাত দুপুরে
মমতার বিরান ভূমে আমাকে দেখতে পাবে
আজরাঈলের শিংগার ফুৎকারের মূহুর্ত পর্যন্ত !
আফসোস হয়
আহ্ হা !কেনো জন্মালে বিধি
মানূষ নামে !
নাটাই সূতো হাতে তোমার নিয়তির
নিয়ম সূচির অনিয়মে
ভাগ্য বিপর্যস্ত  ।
মূক্ত বাজার অর্থনীতি র সবক আর কতো
কষ্টের বাম্পার ফলন এবার
সহজ  লভ্য
ইঁদুর হয়ে ঢুকলো বুঝি সাম্রাজ্য বাদী
নারী আর ভালোবাসার ভেতর
আমার কথা ?   না !
খোলা সংসার
খোলা জানালা
খোলা মন
অসময়ে হুতুম পেচার ডাক বড়ই খারাপ সময়ের জানান দেয়
স্বাবলম্বী য্ন্ত্রনা আমার
নিরাবরন সভ্যতার
বুলি আওড়ায়
পেলাম না আজো
স্বস্থির নিস্বাস  ; সূখ নামক সোনার হরিণের দেখা
অনিশ্চিত যে মূত্যু
তাকে সবাই স্বীকার করে অথচ কামনা করেনা কেউ
আমি ও কম কিসে
সমাজ সংসারের মিছে মায়ায় এ পাপের বন্ধন ছাড়তে পারলাম কৈ ।