ভালবাসার পাঠশালায় ঠোকে পড়েছি
কখনযে অজান্তে !
প্রেমিক নামে ছাত্রত্ব নেওয়ার প্রতিযোগীতায়
নিজেকে আবিষ্কার করে দেখি
বড়ই বেমানান আমি !
সচরাচর যা হয় ভালবাসী ভালবাসী
বলে মুখ্স্ত বিদ্যার অনুশীলন
আমি পরিনা !অনিয়ন্ত্রিত আবেগের
জল গড়িয়ে  এখন
প্রেমিক ছাত্ত্ব থেকে ঝরে পড়ার পালা
তার কাছ থেকেই শেখার আছে
অনেক কিছু। শব্দের অভিধান বলি আর
ভাব সম্প্রসারনের ব্যাকরনই বলি
মূলত আমি; আমি
অবহেলিত নিজের সরলতা বা
নির্বুদ্ধিতার কারনে ।
অভিজ্ঞতা যে সবচে বড় হাতিয়ার
তা জানলাম তখন
ফেল মেরেছি ! টেষ্ট এক্সামেই !
এখন আমি পাশ বা সফলতার চিন্তা ছেড়ে
বেদনা নাশকের খোঁজে পথে নামি…
এখন আমি আর প্রেমিক হতে চাইনা
নিস্তার চাই যন্ত্রনার হাত থেকে
গ্রেস নম্বর আজ আমার প্রয়োজন; তোমার যোগ্য হতে….!