ভাল মন্দের সংজ্ঞা আজ এক হয়ে গেছে
মুশকিল্ হয়ে পড়েছে  তাকে আজ আলাদা করা
সত্য আর মিথ্যের বাছ-বিচার কোন খানে নেই
কিংবা সত্য মিথ্যার পার্থ্যক্য নির্ণয়ে আমাদের অনীহা!
দ্বীধাগ্রস্থ সময়ের ঘুর্ণিপাকে
অসংলগ্নতায়ও আমরা দর্শক হয়েই
সহাবস্থান করি মানুষ নামেই !
বক্তৃতা কিংবা বিবৃতি আর নব্য আয়োজন টকশোতেই
আজ উত্তাপ যতো !
কথা শেষ হয়না । কথার মালার ভীরে
এখন কথকের অস্বিত্ব বিলিন প্রায়
গনতন্ত্র লালন হচ্ছে;চলছে জোয়ার
সবখানেই আজ গণতন্ত্রের আসর
গণতন্ত্রের গণকবর রচয়িতারা বেশ আছেন।থাকছেন ব্যাপক !
অথচ যাদের জন্য গণতন্ত্র,এত এত আয়োজন
সেই গণ মানুষের ভাগ্যের পরিবর্তন
আর হয়না !
সত্য-মিথ্যার পার্থ্যক্যে দ্বীধাহীন না হলে
গণতন্ত্রের মুক্তিকি আদৌ সম্ভব ?