শ্রাবন মেঘের দিনেও
আমার প্রচন্ড রুদ্র খরায় অবস্থান !
নিদারুন দ্রোহের অনলে
পুড়ে যাচ্ছে স্বপ্ন
আর স্বপ্ন পুড়ে যাওয়া মানে
হেরে যাওয়ার নামান্তর ।
আমি অনৈতিক দাবী নিয়ে আছি?
না । নাতো !
ভালোবাসা চাই”এই দাবীতে অটল আমি !
শ্রাবনকে ছোঁব বলেই
কান্নাকে সংগী করলাম
একী ! সেখানেও রুক্ষতা !
কেনো এমন হয়  
তবে কী ভালোবাসাহীন জীবন
মরুময়; বিরান ?
জীবনকে আজো বুঝতে পারলামনা
অথচ আমার অবুঝ থাকার সময়
পার করেছি বহুদিন হলো
প্রতিক্ষায় থাকতেই হবে আমার
যদি ভালোবাসা পাই
যদি দেখা পাই জল ভরপুর শ্রাবণের
তবে উৎসব হবে; স্বপ্নকে বাচিঁয়ে রাখতে
             হবে জীবন বন্দনা !
(বর্ষার আয়োজন)