জিনিসের দাম দেখো বাড়ছে ম্যালা
মধ্যবিত্ত বোঝে কষ্ঠ-বিষম ঠ্যালা ।
সমাজপতির কান হয়না খাঁড়া
পণ্য না পেয়ে লোক ছন্ন ছাড়া ।
সুখ খোঁজে অ-সুখীরা চির দিনই
বোঝা বেড়ে গরীবের-সে হচ্ছে ঋনী ।
দেশটা চলে যদি এমন করে
চিৎকার হাহুতাস রবেনা কোন ঘড়ে ।
এখনই সময়;সমস্যা সমাধানের
উদ্ধগতি (মুল্যের) কমাতে দাড়ি,কমা দানের ।
স্থিতিশীল রাখতে বাজার চাই কঠোর দমন
শুধু মুখে বলা রোগ আজ ;কথাটা কমন !
সিন্ডিকেট ভাংতে এখনই দরকার
পদক্ষেপ নেবে কি তার এই সরকার ?