ছাই ভস্মকে কি পোড়াতে পারে আগুন?
দাউ দাউ অথবা গোপনে ? পারে ?
বলো পারে ?
না বলবেতো ! ঠিকইতো বলেছো তুমি
আমি পুড়তে পুড়তে আজ ছাই
পড়ে থাকি ছড়িয়ে ছিটিয়ে; ইচ্ছের বাইরে
যাযাবর !
তবে আমাকে ভয় দেখিয়ে লাভ কি বলো
আগুনের ?
পুড়াবার ??
তোমার কাছেই যেনো পারি কাটাতে
থাকতে ।
পারি যেনো;
সানিধ্যে তোমার কাতে জীবন !
বলতেও পারো ছাই কি জীবনধারী হয়?
নাহ । নাতো !
তবে বাচঁতে থাকি আমি/আমরা
জীবন'র দায়ে, ছাই অথবা ভিন্ন নামে
কিংবা ধারন করে ভিন্নতায় !
আমি প্রেমিক ! তোমাকেই জানিয়ে গেলাম; ছাই আমি !
আমি মানুষ না !! প্রেমিক আমি…!