তুমি জানোনা একাকিত্বের রাত কতো দ্বীর্ঘ হয়
বিষাদ সময়ের দৈর্ঘ্য কতো দীঘল!
দহন শীখা দেখেছো কেরোসিন কুপিবাতির ?
মরচে পড়া অতীতের আস্তরন পাবে
সুখের ভেতরও থাকে একধরনের
কষ্ঠানুভুতির খরায় চৌচির মাঠ
মাখামাখী অন্তরঙ্গের আড়াঁলেও থাকে
বিরহ; থাকে অব্যাক্ত কথার যন্ত্রনা  
তুমি জানোনা
ঘুমহীন চোখের ভাষা
বোঝনা তুমি বাস্তুহীন মানুষের
আকাংখা কতো দীর্ঘতর
আয়ুর হিসেব ঠুনকো যার কাছে
তার আবার মরনের ভয়
তুমি নির্ভয়ে আমার
মৃত্যু পরোয়ানা জারী করতে পারো
দ্বীধাহীন চিত্তে
যদি তুমি তা পারো
আমার প্রতিক্ষার অবসান তোমার
হাতেই হোক  আমি অন্তত এটা
চাইতে পারি নির্ধিদায় ।