আমার এখন কষ্টে দারুণ যাচ্ছে সময়
বুকের ভেতর দহন জ্বালা
সকাল কাটে দুপুর গড়ায়
বিকেল আসে নি:সংগতায়
সন্ধ্যে নামে ক্লান্তি নিয়ে দু‘চোখ জুড়ে
আমার এখন রাত্রী-দিনে তফাৎতো নেই
নীদ্রা পালায় রাত দুপুরে;গভীর থেকেও
বিষন্নতা আকঁড়ে থাকে সারাটা ক্ষন ।
আমার এখন মন ভালো নেই
নেই ভালো আজ দেহ খাচাঁও !
আমার এখন নষ্ট প্রহর কষ্টে কাটে
বাজে সানাই হৃদয়পুরে সুরবিরহে
নেই ভাষাতে মাধুর্যতা !
কর্ম কাজেও নেই একাগ্রতা
চারদিকে আজ শূণ্য বিরান নীরবতা
আমার এখন যন্ত্রনাময় সময়ক্ষেপন
কাঁপনতো নেই অঙ্গজুড়ে
আপন ভাবি এমনতো নেই পাশে আমার
আছে আবেগ এবং অনুভূতির ছন্দপতন
নেই যেনোকি সেই ভাবনায়
হৃদয় মাঝে উথাল-পাতাল
আমার এখন বর্ষা চোখে
ফর্সাতো নেই আমার আকাশ
জীবন জুড়েই লুকোচুরি ছন্দ-তালের
ভাল্লাগেনা এমন সময় কিংবা জীবন
আমি এখন একলা থাকি
নি:সংগতার বিরান ভূমে...!