১.
তুলনায় টেকা হলো দায় !
কাছের প্রানী (মানুষ)গুলোও নিজেকে নিয়ে প্রবল
অহংবোধে দিশেহারা...!!!
দ্বীধাবোধ নেই যেনো একদম;কিংবা চক্ষু লজ্জা !
২.
কতো কিছুই আজ ভাবনাকে বিক্ষত করে
করে রক্তাক্ত সময়-অসময় !
নতুন বাচাঁর তাকিদ করে
অথচ আপন স্বার্থেই
শীর্ষ খবর হওয়ার প্রতিযোগীতায় মশগুল !
অবস্থাদৃষ্টে মনে হয়;
যা করলাম কিংবা করছি তার
           সবই;সব যেনো ভূল !
৩.
দ্বীর্ঘ হয় মনের অসুখ
অল্পতেই স্তিমিত হয় দৃশ্যমান বডিটাও !
৪.
আজো জানা হলোনা
আমার অবস্থানের পর্যায় !
চাওয়া পাওয়ার গোলক ধাধায়
দিন আসে দিন যায়
তবু নাগরিক সভ্যতায় আর
নাম তালিকাভূক্ত হয়না ।
৫.
সময় এখন খুবই স্বার্থপর
নিষ্ঠুর ! অমায়িক সহনশীল অনিয়মগুলো
সাথে সাথে মানুষগুলোও  
তফাৎ আজ কেবল নড়বড়ে আর পোক্ত অবস্থানের !