সময়ের নিষ্ঠুরতা হতাসায় ডুবে যেতে
আমায় করেছে বাধ্য
অবাধ্য আকাংখার চরম দৈন্যতা
আজ পরাজয় ‍দিয়ে গেলো জীবনভর
নিষিক্ত পাপড়িঁদের থেকে আজো
আমার দৃষ্টি ফেরাতে পারিনি
ভেড়াতে পারিনি আমি জীবনের তরী
স্থিরতার ঘাটে !  
সমস্ত অস্তিত্ব হাতড়িয়ে আজ যা পাই
তার সবি গুন পোকার কবলে
ঝুরঝুরে প্রত্যাখ্যান আর
অবজ্ঞার অহংকার !
ভাগ্য আজ আমার নাটাইয়ের সুতো
ছেড়া ঘুড়ি !
ভিষন্ন;এলোমেলো আজ আমার
অবস্থান;হতাসাকে তাড়ানো গেলনা শত চেষ্ঠায়ও
বেচেঁ থাকা তবে আজ কেবল
জীবনের দায়ে...!