বাস্তবতা মানতে গিয়ে-রহস্যটা জানতে গিয়ে
সংশয়েমন হয় উছল
জীবনবোধের প্রয়োজনে-নীরবতা ক্লান্ত মনে
আখীঁ প্রাতে ঝরছে জল !
এমন কেনো হয়-আসে পরাজয়
কান্না আসে;বিরান ধরাতল
আবিশ্বাসের দংশনে-জীবন গাড়ীর জংশনে
মানুষগুলো করছে ছল !
কথার প্যাঁচে-যায়যে বেচেঁ
ওরা সব মিথ্যেবাদীর দল
সুখের ঘরে দু:খে ভরে-সরল মনা কষ্ঠে মরে
(আজ)সমাজে জলছে দাবানল !
সুখের খোঁজ-নিত্য রোজ
পাবোকি তাই বল ?
দু:খগুলো দুরে ফেলে-উত্তরণের বহ্নি জ্বেলে
হোকনা আবার প্রাণ উছল !
বাজুক বীনা-পাবো কিনা
নতুন বাঁচায় সমুজ্জল
দু:খী মানুষ কাদঁবেনা-নিত্য বিভেদ বাধবেনা
সকল প্রাণে আনন্দ-থাকুক কোলাহল !