আমি এখন ভগ্নমনে একলা থাকি
সংগতাহীন নি:সংগতায় স্বপ্ন আঁকি
ইচ্ছে এবং অনিচ্ছাতেও রাত্রী জাগী !


জীবনের দায় নিয়ে খুব কষ্ঠে আছি
সময়ের শাসন সয়েও মরেও বাঁচি
যদিও দুজন খুব দুরে নয়;থাকছি কাছাকাছি !


প্রাণের দোসর কি আসবে ফিরে
আমায় ভালো বাসবে কিরে
এই এখানে;বুকে আমার ছোট্র নীড়ে ?