আমি নই; নইতো আমি
ভন্ডামীতে মোটেই পাঁকা
ভুলে যাই মিষ্টি কথায়;
কপালটা তাইতে ফাঁকা !
নইতো আমি স্বার্থবাদী
বুঝিনা ধান্ধাবাজী মোটে
পরের সুখে নিজকে বিলাই
মানবাধীকারে বুলি আমার ঠোটে।
আমিতো নই জুলুমবাজীর
চামচা কিংবা তোষামোদি
গাই জীবনের জয়গান;একটু সুখের
ছোঁয়া পাই যদি !
নইতো আমি সুবিধাবাদী
(পারিনা)বৃষ্টি এলেই ধরতে ছাতা
চাওয়া পাওয়ার গড়মিল ;তাই
শূণ্য আমার জীবন খাতা ।
আমি ভাই সাম্যবাদী
হতে চাই শান্তির প্রতিক
মরনের ভয় করিনা;পাছে
দেয় যদিও লোকে ধীক্ !
তুব পারবোনা গা ভাসাতে
যুগের হাওয়ার পালে
দেবোনা;কোনদিনও ঝাপ
লোভ লালসার জালে !
জানি।অনেকেই বলবে পাগল
বলবে তার ছেঁড়া
আমি ভাই মানুষ হবো;হবোই মানুষ
হবোনা ম্যাঁ ম্যাঁ ভেড়া !