মন ও মগজ যাচ্ছে পঁচে ওরে মানুষ জানলিনা
মিথ্যে নিয়েই রইলি মেতে সত্যটা তুই মানলিনা
                পাপে আঘাত হানলিনা
কোনটা আসল  নকল কিবা ওরে মানুষ জানলিনা।
খুব সহজেই ওরে পাপী কেনো নিরাশ হইলি
হুকুম খোদার না মেনে চুপটি বসে রইলি
জানিস কিরে ওরে বেকুপ,ওরে ভুলো মন
কোরান হাদিস আলোর দিশা সবচে বড় ধন
যেজন প্রভু মহান অতি মিনতিতে কাঁদলিনা
পরপারে মুক্তি পেতে নেকের বোঝা বাধলিনা
সময় যে কম
যায় বলে দম
রাখিস না তুই খবর
অপেক্ষাতে প্রহর গুনে তিন হাত মাটির কবর
লোভ ছেড়ে ভাই এই দুনিয়ার খোদার পথে আয়
হেলায় হেলায় তোর মুল্যবান বেলা বয়ে যায়
মনটা সাদা কররে মন হিংসা কর সাফ
দয়াময়ের হাতেই ক্ষমা চেয়ে নাও সব গুনাহের মাফ