চারদিকে আজ টানা হেচঁড়া !
অদ্ভুত সব কীর্তি-কলাপে বির্পযস্থ জীবন-জীবিকা
অপুষ্টি পিছু ছাড়ছেইনা
মানুষগুলোর ! ভোট এলেই কেবল অধীকার আসে ঝুপরিতে;জীর্ন কুটিরে!
ভোটের ফলাফল যাই হোক
শোডাউন থামেনা;থেমে থাকে কেবল অধীকারের স্রোত...!
আমি মিথ্যে বলছি ?
হতে পারে !কারন অস্বীকৃতদের কথা কোনদিনই
সত্য বলে গন্য হয়না !
আমি জানি;সব কিছুই জানি !
এখানে অনিয়মই, নিয়ম নামে তাল-লয়ে মিশে একাকার
নীতিকথা বানীবদ্ধ বাধাঁই করা বইয়ের পাতায় পাতায়
অলৌকিক বলতে আজ লৌকিক সব আচার-অনুষ্ঠান
এখানে বেঁচে থাকা মরে থাকা সমান কথা !
কারন;
এখানে জীবনের মানে-মানেই নি:শ্বাসের আসা-যাওয়া
এখানে মানুষ মানে দুই হাত,দুই পা,দুই চোখ !
ক্ষিদে লাগলে খায়;ঘুম আসলে চোখ বন্ধ করে থাকে ।
মানুষ শুধু নামেই এরা !
বেচেঁ থাকার উৎসাহ ক্রমশ শেষ হয়ে আসে।
হারিয়ে ফেলি;
মানুষ নামে বাচঁবার সাহস টুকুও !