মুখোশধারীর আনাগোনায় আতংকিত জনপদ
যেনো ; থমথমে ভাব সবখানে !
আকাশে বাতাসে ; সময় জুড়ে হতাসা
সন্দেহের বিষবাষ্প ; দুষিত আজ মন-মানুষিকতা !
মানচিত্র নির্ধারন আজ বড়ই কঠিন
দৃষ্টির সীমানায় আন্তরিকতার মরুময়তা
সময়ের পরিধি দৃষ্টিপাতহীন-আধাঁরঘেরা !
অনবদ্য ভাবনার নেই উচ্ছাস-উল্লাস !
গতিই যেনো আজ দুর্গতি হয়ে সময়কে
করেছে স্বার্থপর
কল্পনার  রাজ্যে শোডাউন চলে শকুনের !
মানুষ নামধারী এ্যাক্টর
  আজ বড় ফ্যাক্টর !
হননের চেষ্ঠায় উদ্যত চরিত্রাভিনেতাদের দল !
চারদিকে কেবল খোলসধারী ক্ষুধার্থদের! শ্বাপদের হিস্রতা
বিক্ষত আজ
সম্পদ-সীমানা ; জীবন অথবা সময়-সম্ভ্রম !
দিনকে দিন ছোট হচ্ছে মানুষের দল !
বড়ই হচ্ছে ; বড় হচ্ছে
ভূখা নাঙ্গার দল ; দ্বীর্ঘ হচ্ছে দ্বীর্ঘশ্বাস !
নামেই যারা মানুষ
অপুষ্টিতে আজ এরাই হাড্ডিসার কংকাল !
উচুতলার সাহেব নামধারী প্রাণীগুলো !মেদ কমাতে
ভীড় জমায় জীমে !
আজ এই সময়ে বড় দোকানদার
টাকার মালিক টাক ওয়ালা ; যত্রতত্র ক্রয়-বিক্রয়ে
প্রতারনার ফাঁদ !
মুক্ত বাজার অথনীতির মুল পন্য মানুষ ! মানবতা !!
ক্রেতা-বিক্রেতা ঘুরে ফিরে এরাই ; মৃত্যু পরোয়ানার ধারক বাহকেরা
সময় জুড়ে প্রযোজকের ভূমিকায় মানুষ নামে দাপিয়ে বেড়ায়
এখানে ওখানে ! ভিন্নতা  শুধু পোষাকিয় !
বেফাস উল্লসিত আজ কেবল সাম্রাজ্যবাদী সম্পদশালী
নামেই মানুষ ‍যারা ; মানুষ-মানবতা এদের কাছে আজ গালি !!!