চলেই যাবে?
যেয়োনা। তুমি থাকলে
উৎসব হবে।হবে কবিতা যাপন
রাতের স্তব্ধতা হেব একান্ত আমাদের !
তবুও চলে যাবে...?
তুমি গেলে উৎসব হবে। হবে
প্লাবন লোনা জলের !
শাসনের ভেড়াজাল ছিন্ন হবে
তুমি যাও বল্লেই...
একে একে গীটগুলো ছিড়তে থাকে
শীরা-উপশীরায় তুমুল ঢেউয়ে ।
থেকে যাও তবে।বিশ্বাসে বলছি
তুমি থেকে যাও বলাটাই আজ
আমার প্রয়োজন।অন্য কিছু নয়!