শরত মেঘের চপলতা দেখেছো ?
দেখেছো তার উত্তাল ঢেউয়ের মাদকতা !


মূর্ছনাহীন সুরের কোনই নেই মূল্য
অসত্যকেই শুধু ঘৃনা করবে তাকি হয় ?
সত্যটাও অনেক সময় চরম অবিশ্বাসে সময এবং জীবনকে করে নাশ !

হতাসার মাঝেও থাকে প্রাপ্তির ছোঁয়া
যখোন শুণ্যতাকে ধারন করে মন; গতির সাথে তাল মিলালেও দুর্গতি ছারেনা পিছু
ব্যাবধানটা কেবলই সতাংশ সময় আর বিশ্বাসের !


হে বিশ্বাসী প্রেমিক
প্রেমিকা সকল
এতো সোজা নয় পথ; কোনমতেই কী
কম ভালোবাসায় অযাচিত ধকল !


কাশঁবনের প্রতারনা দেখেছো ?
দেখেছো তার ঢেউয়ের মরিচিকা !


কোন কাজেই অলস হতে নেই ; কিংবা দু:সাহসী
দিনের সান্নিধ্যে এসো পাবে
রাতকে ছোঁয়ার গ্যারান্টি !
রাতের গভীরে এসো পাবে
স্বপ্ন দেখার ফ্রী স্পেস !অবারিত মুগ্ধতা খোঁজ তবে
উদারতা শেখো; সাগরের বিশালতা তোমার কাজে আসবে হানড্রেট পারসেন্ট !
বিশ্বাস করেই দেখো
পাবে;ভালোবাসা পারফেক্ট !


অজস্র শ্রাবণ কোনদিনই
ফেরাবেনা তোমায় । যদি আবেগের জলে
ডুব সাতাঁরে সমর্পিত করো অস্বিত্ব !হেয়ালিপনাই এক জীবনের মানচিত্রকে বাড়ায়-কমায় !


আমি তোমার ভালোবাসা পেতেই যা বল্লাম
বহানা বলতে পারে !
যাই বলো তোমার প্রেমিক হতেই আমার যতো ছলনা;প্রতারনা বলো যদি
তবে তাই !মাতাল বলো ‍যদি;তাও তোমার জন্য.....শোন মেয়ে ! চপল মেয়ে ; ভালোবেসে যাও ! দিলাম তোমায় নিষ্কন্টক মনোভুমির শর্তহীন মালিকানা !


১০১০১৪::১০১০-২৯::পিএম