আমার উঠোন আজ শূণ্য
ঝরাপাতারাও অস্থির ! এদিক ওদিক  ; ছড়িয়ে ছিটিয়ে
পড়ে থাকে ।আমার মতোন !
কেমন আছো তুমি ? প্রশ্নজাগে মনে
হৃদয়ে গহীনে ধ্বনী-প্রতিধ্বনীতে করে ব্যাথাতুর !
জাগেনা কম্পন উচ্ছাসে আর;কেবলী করুন সুর !জানতে স্বাধ জাগে-
তোমার উঠোনে বুঝি খেলা করে জল;
মুক্ত উড়াউড়িতে মশগুল প্রজাপতির দল ?


বায়োডিনের উৎকট গন্ধ তোমার ভাবনাতে করেনা তোলপার ? জানতে ইচ্ছে হয় !
বেশ আছি আমি অদক্ষ কৃষক
ফসলের ক্ষেতে ; চাষাবাদে  ।
তোমার স্মৃতি ধারন করে আছি ; বেশ আছি ।


তুমি নেই ।আমার আছে
আছে শূণ্য উঠোন
ব্যাথা ভরা মন
অশ্রু সজল চোখ
স্মৃতির ঝাপি ভরা দু:খ
হে কীটনাশকের দোকানদার !
নর্দমার কীট হতে ইচ্ছে করে আজ-কাল ! ক্যানো জানোতো ! ওদের মৃত্যুতে কোন প্রতিবাদ নেই;নেই হরতাল-অবরোধ !
তোমার হবে নেওয়া  প্রতিশোধ ! তোমার হলেই হলো;
তোমার হলেই আমার থাকা হবে !