জলের ভাষা বোঝ ? কিংবা স্বচ্ছ জলের দোলে উঠার
গোপন ইচ্ছে !
ও মেয়ে ; মাঝীর সুরে আর এসোনা
ভেসোনা প্লাবনে শীতলক্ষ্যা মেয়ে !
আবেগের জল আমি ; ঢেলে দেবো আজ
আচলে তোমার । শরমকে আজ শীতলক্ষ্যার ঢেউয়ে
আড়াল কর ! ভালোবাসার পানসি আমার ভেড়াবো
এই ঘাটে ।
ডুব সাতাঁরে পালিয়োনা যেনো আমার দৃষ্টির সীমানা থেকে
তোমার ভেজাঁ চুলের ঘ্রান নেবো আজ
লাজ ধোঁয়া শরত মেঘের নীচে ।
ইচ্ছেটা রেখে আজ তোমার কাছে
নামবো শীতলক্ষ্যা স্নানে
আমিও কম কিসে বলো ? তোমার প্রেমিক দাবীতে
অনঢ় আজো শীতলক্ষ্যার পাড়ে প্রতিক্ষায় থাকি
ভয়টা আমার তুমিই জানো
জানো বলেই সমর্পিত মনটা আমার
যদি ভিজেঁ যায় ভালোবাসা
জলের ঢেউয়ে !
নদী মেয়ে ; শীতলক্ষ্যার স্বচ্ছ জলে নরম শরীর মেয়ে তুমি
শীতলক্ষ্যা পাড়ের মেয়ে ।