সতিত্বের প্রমান চাইনা ; চাইনা গতরের ধবধবে শুভ্রতা
মনের আলোতে বাঙাই মনের উঠোন
নি: ষ্কন্টক চান্নি পসর রাতের মৌনতা দিও
দিও জোছনা ধোয়া হাত । নির্ঘাত পদ্ম পুকুরে ঝাপ দেবো
আমি যতোই রাত নিষেধাজ্ঞা জারি করুক।
ঘৃনা খোঁজে লাভকি বলো ভালোবাসায়
প্রেমিক মনে নাজায়েজ বলে কি আছে আর !


এক আচঁল শব্দ দিও ; জোছনা মাখা
স্বপ্ন দীঘল।আয়েশ চাইনা
তোমার শাসন চাই
চাই রাত জাগরনের অধ্যাদেশ
দেখো চাদঁ ঢেকে যায় মেঘের পর্দায়
কখনো বা ‍ঠিক সে সময় দিও আচঁল
গোপনে তখন ঠোঁটে জাদুই জাগিয়ে রেখো
ভোর অবধি ।আমায় পাগল দিওয়ানা বলো
জোছনা জলের নাচন জুড়ে
চাঁদ তুমি আজ আমার রাজ্যে
ভেতর-বাহির সবটা জুড়ে
তাল, লয় আর মাতাল সুরে !