ছোঁয়ায় ছোঁয়ায় ভাঁজ; ভাঙ্গো যদি
বাধা দিয়ে হবেকি আর
দখলদারিত্বে বেদখল হবোই তোমার
চাওয়া-পাওয়ায় !


আমার না ছিলোনা । ছিলোনা শর্ত কোন ।


ছলচাতুরি বুঝেনি মন;তাইতো আমার
সময় এখন দারুন খরায়
পুড়ছে ভেতর । কেউ দেখেনা
হৃদ গভীরে অগ্নোৎপাৎ
বিরামহীন...।
একা এবং নি:সংগতা মানচিত্রকে
বদলে দিয়ে করছে আমায়
বেজায় হিংসুটে এবং প্রতিপক্ষ তোমার !


তবে আমি আজ আর একা নই
নি:সংগ !