জাগরণ হোক আজ কলরবে
স্বপ্নবাজ মনের মাতোয়ারা আবেগের জল
স্বচ্ছতা ফিরে পাক ।আগন্তুক মেঘ আর
ঢাকবেনা সামিয়ানা নামে আমাদের আকাশ !
ভোরকে ছোঁবে বলে রাত পোহায়
ভোর হলেই দোর খোলে মানুষ
        আজো তোমার মনের দরোজা আমার নাগালে পাইনি
সুহাসিনী তোমার নাম দিয়েছি;শব্দের ঘোরেই কেবল
হাসিতে ভেঙ্গে যাও;আমার ঘুম,আমার নীরবতা !
কলরবে আর মাতাল উচ্ছাস স্থির হয়না
আমার সীমানাতে ! তোমার সিথানে নীদ্রা দেবীর লজ্জবতি
বসবাস !কষ্টের সলিতা উসকে উঠে আমার
পরিচর্যা উঠোনে ; অস্থিরতার তোলপার আজ
আমার দুচোখে আগুনের নদী ! ঢেউয়ের ভাঁজে ভাঁজে
ভাবনার হাসফাস !
ব্যস্ততা নেই কল্পনার আজ;স্মৃতি ভ্রম চাওয়া-পাওয়ার
সুনিপুণ ভাঁজ । কলরব তোমার দখলেই থাক
আকৃপন আমার চাওয়ার তোমার জন্য....
ভালো থেকো যেনো;চিন্তার সান্যিধ্যে
নিচুতলার বাসিন্দার আবার স্বাদ-আহ্লাদ !!!