ভুলে যায় মন;মানুষ ভুলে যায়
ফেলে আসা দিন ।সময়ের স্রোত বয়ে চলে
নেই তার সুসময় বা দু:সময় নেই মন্দা
সময়ের নৈতিকতা মানেনা কোন সামাজিকতা কিংবা নিয়মের বৈষম্য
আদি অন্তের খবর রেখে কি হবে আর !