তোয়াক্কা নেই কোনই নিয়ম-কানুনের
সেই লাজ-লজ্জার ভয়;ডুব সাতারে
ভাবনার ঢেউ ।ভুলে যায় মন সকল সামাজিকতার মানে
শুধুই ভালোবাসা ; আর সবি মিছে,জানে মন জানে !
কান্ড জ্ঞানের থাকেনা কোনই আড়াল
মন মানেনা ; মানেনা মন
বেহুদা যুক্তি অকারন !
মানেনা মন !