হাওয়ার নাচন দেখবে ?
চলে এসো ; এসো তবে সময় ধরে
আমার আঙিনায়;ধানের অবারিত মাঠে
আমার গাঁয়ে এসো । হেমন্ত যাপনে এসো
নির্মলতার পরশে রাঙিয়ে নিয়ো মন একদম বিনামূল্যে !
অগনন স্বচ্ছতার গ্যারান্টি দেবো;চলে এসো আমার কবিতার
আলপথ ধরে ।নগ্ন পায়ে দোলে উঠা সবুজ মূর্ছনায় জাগবো বলে...
মেঘের উড়াউড়ি আছে,আছে স্বপ্ন রচনার বিপুল ভান্ডার আয়ত্বে আমার
ধবধবে সময়ের কাছাকাছি এসো অমায়িক ছন্দের মৌ মৌ গন্ধে,
ভাত শালিকের উৎসব দেখবে এসো আমাদের নয়নাভিরাম
পাড়াগাঁয়ের উদাসী রাখালের মনের নাব্যতা তোমাকে
স্বচ্ছলতা দেবে;কবিত্বের অহংকারে !স্বাধীনতা দেখনি
এবার দেখবে এসো;শাড়ীর আচঁলের ঢেউয়ে হারাতে
ইচ্ছে ডানা ।বাধ ভাঙ্গার আওয়াজ পাবে,পাবে
অনায়াস উচ্চারনের জলজ সংগীত। এসো
হেমন্তে এসো।উৎসবে এসো আনন্দ
উচ্ছাসের । নাম নিয়ে যাও ;
হেমন্ত মেয়ে ডাক শুনে যাও
ভালো থেকো বলতেই হবে
ভালোবাসার অবস্থানে !