অদ্ভুত তো ! তুমি বললে
এতো কিছুর পরও আরো কিছু বাকী থাকে  
আমার জানা ছিলোনা !
সরকারী করনের দাবী উঠে বারবার
সোচ্চার দাবীতে তেজে উঠে মাঠ-ঘাট !
কিছু যায় আসেনা প্রেমিকের;সেতো চিরদিনই বেসরকারী
মূল্যহীন সম্পত্তি !ধারাবাহিকতা থাকেনা ভালোবাসার সিলেবাসে
মনযে মানেনা কারোরই শাসন;মানচিত্রের সীমানায়ও !
আমি বললাম...
আমি কিছুই চাইনা; কিচ্ছুনা
কেবল তোমাকে ছাড়া !
পাগল একটা !
তুমি বললে...
তুমি বলতে পারো যা;যা খুশি তাই
তোমার স্বাচ্ছন্দেই আমার সরব অবস্থান
আর এসবের শুরু তোমাকে চাইবার দিন থেকেই
তুমি হাসছো !
আমি আবারও বলছি আমি চাইনা কিছুই
দেখতে চাইনা;তোমার ধৈর্য্যহীন হাসি ছাড়া !
তুমি বললে
অদ্ভুতই তো !