হাতিয়ে নিয়ে উধাও হয়েছো
নিজে । শুন্যতাকে আপন করেছি
বিষাদের জলে ভিজে ভিজে ! সব নিয়েছো
আমার সুখ;আমার দু:খ;আমার ইহ-পর ।স্বচ্ছলতা কল্পনার;
স্বপ্ন দেখার অধীকার সব নিয়েছো
দিয়োছো তারচে বেশী !
দিয়েছো এক আকাশ শুন্যতা;কষ্টের সলতে জ্বালিয়ে দিয়েছো;
নষ্ট হবার পথে নামিয়ে আমায় পর করেছো খুব খুব বেশি..,
চিৎকার দিযেছো গগন বিদারী ! বিষাদে মোড়ানো ক্ষন দিয়েছো
দিয়োছো যা চাইনি আমি
তোমার কাছে;যা চেয়েছি দাওনি তুমি
তোমার হাসি ; তোমার অধর
দৃষ্টি তোমার উচ্ছলতার প্রতিশ্রুতি