ডালিম ফুলের সৌরভ দিও
দিও কচিঁ ঘাসের আলতো পরশ !
হিরন্ময় সুখের দেখা সবার কপালে
স্যুট করেনা !চাওয়ার চাইতে না চাইলেই
বেশী জোটে যায়;অব্যাক্ত কথার মালা থেকে
যায় নীরব অহংকারে !আমাকে হারাতে যেয়ে
নিজেই হেরোনা মেয়ে !এমনটা আমি চাইবোনা
কোনদিনই; মৌ মৌ যন্ত্রনার লাভা স্রোত নির্গত
হয় আমার বিশ্বাসের অলি-গলিতে;তুমি দেখনা এসব
অথবা সবই দেখো তুমি !বলনা কিছুই;স্বার্থ জলাঞ্জলি
যাবে, সেই ভয়ে !যা চাইনি সবই দিয়ো;দিয়োনা কাঁটা
ঘায়ে নুনের ছিটা !দিয়ো স্বপ্নে মাতাল জলের ঢেউ; দিও!