তোমার চাঁদমুখ খানা
জলপাই রঙের শাড়ীতে লতানো শরীর তোমার
পেঁচানো শৈল্পিক ! অবাক বিস্ময়ে আমি অপলক
আহা !আকস্মাৎ নড়ে উঠে ঠোট ;অস্ফুট আওয়াজ
একেবারেই শব্দহীন ছিলোনা ।খুব সুন্দর লাগছে তোমায়
হঠাৎ দেখার সেই ক্ষন আজো তোলপাড় তোলে;শীরা-উপশিরায়
আচমকা থমকে যায় আমার সচল পথচলা।আমি ভেবে পাইনা কেনো,
কেনোযে সময়ের দুরত্বেও আড়াল হয়ে যাওয়া স্মৃতি তাড়িয়ে বেড়ায় অনিচ্ছায়ও
তোমার মুখ,অধর,হরিণী চোখ জোড়া,চিবুক,তোমার সুঢৌল বক্ষ,এলো চুল;সব
কিছুই ভেসে উঠে চোখের তারায়;অপলক চাহনীর সেই ক্ষন কেমনে ভুলি বলো;
তোমাকে মনে রাখি আজো
তোমাকে ভুলে থাকি !
আপন আমার
হঠাৎ
দেখা
তু
মি