তুমিতো আমার বন্ধু ছিলে সুনামি !
প্রেমিকা নামে কেনোযে আমায় করে গেলে পর !
বিক্ষত করে গেছো নারী হয়েও;আমাদের ভুমি...
প্লাবন চেয়েছিলাম আমি;ভাঙন চাইনি বিশ্বাসের
চাইনি আক্রোশের তুমুল তীর ভাঙা ঢেউ
চেয়েছি তোমার সান্যিধ্য
জলজ ! তুমি অমন কেনো ? অভিমানি;হিংসুটে।
তুমি বলেছিলে;দিয়েছিলে কথা
আমরা বন্ধুত্বের দাবীতেই কেবল গড়ে যাবো সুন্দর-শৈল্পিক
সৃজনে-মননে...
ধ্বংস নামক শব্দ থাকবেনা আমাদের অভিধানে !
তুমিতো বন্ধু ছিলে সুনামি;মেয়ে ছিলেকি তুমি ?
আজ প্রশ্ন জাগে বিশ্বাসে-বন্ধনে !
ছলনাময়ী তুমি !
বন্ধু তুমি ছিলে প্রেমিকা নয় !
আজ সুনামি একটি নাম;একটি আতংক;একটি অবিশ্বাস !