তোমাকে ফিরে পেতে
আমি আর সামাজিকতার ধার ধারিনা
তোমাকে ফিরে পেতে
আমি আর একাকিত্বের আতংকেও হারিনা !
আমি প্রেমিক
আমি আজ বলতে শিখেছি;নিরুদ্ধেগ
নির্ভয় ! তুমি নিজ থেকেই দুরে যদি যাবে
তবে কেনো স্বপ্ন দেখার দিয়ে যাও ভরসা ?
ক্যানো বলোতো !
তোমাকে ফিরে পেতে
আমি হেমন্তে শীত খোঁজি;শীতে বসন্ত খোঁজি
খোঁজতে খোঁজতেই আমার বেলা যায় অবেলায়
সরষে ক্ষেতে ভুত খোঁজে লাভকি বলো
তার‘চে খাঁটি সরিষার তেলে গরম ভাতের স্বাদ নেয়া ঢেড় ভালো !
বলেছিলে তুমি ; বোকা নাকি আমি
তোমার কথাই সত্যি করে গেলে ।বোকা প্রেমিক নামে
আমি জীবন তাতাই একাকিত্বের অহংকারে
জীবনের দায়ে কেবলী বেঁচে থাকা আজ
তোমাকে ফিরে পেতে
আর খোলিনা;দরোজা মনের
রাখিনা জীবনের ভাঁজ