অগনন স্বপ্নকে লালন করে যাই
যাই কল্পনার সমুদ্রে অথৈ সাঁতারে
নিজেকে বিলাতে ; নর্তর্কীর অবাধ ঢেউয়ের মাতাল
ভেঁজা লাজুক ডুব মুর্ছুনায় হারাবো
দুর্গতির সময় এবং কাঁপন !
অন্তরের সীমাহীন জমিনে ছড়ানো-বিছানো আবেগের
মুল্যহীন স্মৃতির অতলে রেখে দেবো
ছন্দের মাদকতা;তোমার সেই মন মাতোয়ারা নিলর্জ্জ হাসিকে
আজো মনের দেয়ালে টাঙ্গিয়ে রাখি
বেহিসেবি ক্ষনজুড়ে...!
স্বাধে কি আর আজ আমি হলাম মাতাল কবি
জড়িযে স্মৃতি-তাড়িযে ভীতি মনে পড়ে সবই !