মানুষ নামে থাকতে যদি চাই

মানবতায় জাগতে যদি চাই

বিবেক থাকুক জেগে

সত্যে মুক্তি যদি চাই

নি:স্বার্থ সেবক হতে চাই

থাক কুটিলতা ভেগে !