ইচ্ছের পরিসমাপ্তি সন্দেহকেই উসকে দেয়
নিলোর্ভ মন শুনেনা কথা কিংবা বারন
তোমার ছলনাতে কি ছিল কারন ?
পাবোনা তোমায়:ভাবতেই হোহো করে উঠে মন
অশালীন আচরণ ক্ষমা করেনা আমায়!আমি
বেসামাল উৎ পীড়নে খোঁজে ফিরি আপন অস্বিত্ব।
বন্যার অথৈ জলে আর কতোইবা থাকে অস্বিত্বের সীমানা!
ভেবে পাইনা ;আমি ভেবে পাইনা অতীত আর বর্তমানের ফারাকটা
এতোটা কেনো ? হতাসায় মোড়ানো আবেগ আর নেয়না পীড়নের দায
অযথা সব !মানেহীন সময় !মুঠো ভর্তি সুখগুলো আজ অসুখ নামে দাপিয়ে বেড়ায়
আমাদের মানচিত্রে ।কেনো ? কার ভূলে ? বলে যাও তুমি ।আমারই কি দোষ সবটা ?
আজ এতোটা দ্বীর্ঘ পথ হেটে উত্তরটাই জানা হলোনা...!