জঠর  হতে ভূ'য়ে পড়ল মানব সন্তান ,
প্যাঁ ,,,,,,,,,,,,,,,,,প্যাঁ,,,,,,,,,,,শব্দের সঙ্গে সঙ্গে
নাম লেখালো লক্ষ্য পূরণের তালিকায়।
  তালিকাতে অনেক লক্ষ্যের ভিড়
  বড় হবার লক্ষ্য , উন্নত হবার লক্ষ্য ,
  প্রতিষ্ঠিত  হবার লক্ষ্য ,বিত্তবান  হবার লক্ষ্য
আরো ,আরো ,আরো কতো রকমের লক্ষ্য ।
          দৌড়  হল শুরু , লক্ষ্য হল স্হির
          দৌড়াতে দৌড়াতে ক্লান্তি  আসে,
             থামবার উপায় টুকু নেয় ।
      একটার পর একটা লক্ষ্য  আসে,
              একটা একটা পূরণ ,
              তবু লক্ষ্যর ভান্ডার অপূর্ণ
               হলো নাতো একটু শূন্য । ।
বয়ে গেল জীবন প্রবাহ ,সুবর্ণযুগ গেল চলে,,
    কালো হল সাদা, চামড়া গেল কুঁচকে,
রক্তপ্রবাহও আস্তে হল,হৃদস্পন্দন ধীরে চলে।
তবুও ছুটছে ,ছুটছে লক্ষ্য  পূরণের দৌড়ে  ।
   লক্ষ্য  বড়োই বিচিত্র ,নানারূপে আসে,
       একটার  কাছে পৌঁছনো মাত্র
        বহুরূপী  অন্য রূপ  যে ধরে,,,,,,,,,,,,,


তারপর, একদিন এলো সেই সন্ধ্যেবেলা।
লক্ষ্য  রইল পড়ে ,প্রাণপাখি গেল উড়ে ,
জীবন দ্বীপ নিভে গেল, লক্ষ্যটাও সেদিন শেষ হল ।  
হায়রে মানব  ,,,,,,,,জীবন তোকে লক্ষ্য  দিল,
আর লক্ষ্যের দৌড় তোকে  ভুলিয়ে দিল ,
জীবনের  আসল লক্ষ্যটাই বা কি ছিল ,,,,,,,!!