ঘুম ঘুম চোখে মেয়েটা জানলা খুলে
চোখ দুখানা নীল আকাশে মেলে
প্রশ্ন জেগেছে মনে, প্রেম আসলে কি ?
সাত পাঁচ ভেবে স্হির করে প্রেম হল
স্নিগ্ধ বাতাস, মিঠে রোদ, ভোরের শিশির,
প্রজাপতির ডানা অথবা জীবনের সব
ভালো লাগা অনুভূতিগুলোর মিশ্রিত
প্রতিক্রিয়া কোনো এক মনছোঁয়া মানুষের জন্য।
দুপুরের প্রখরতায় মনে হল প্রেম হল শুধুমাত্র খিদে
শরীর আর মনের খিদে ,,,
বিকেলের নেভা আলোতে মনে হল
প্রেম হল কোনো কবির কল্পনা, এই যান্ত্রিক জগতে মুছে যাওয়া জলরেখায়,
কবির কলমের খোঁচায় বাঁচিয়ে রাখা নিবিড় মায়া ।
সন্ধ্যে শাঁখে মনে হল ,প্রেম কোনো ঐশ্বরিক কিছু
যা স্পর্শ করেনি এখনো আমাকে তাই
হয়তো মনে এতো দ্বিধা ,,,,
রাতের বিছানায় ,প্রেম আত্মার সাথে পরমাত্মার মিলন, সেই মিলনে চারিদিকে কতো সুখ,
কতো আলো ভাবতে ভাবতে চোখ গেল বুঝে
এক মায়ার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কতো ভালো লাগা,,
এক প্রসন্নতা মুখে দাঁড়িয়ে মেয়ে একা  হঠাৎ এক যুবক কাঁধ ছুঁয়ে জিজ্ঞাসা করলো, “আচ্ছা,তুমি কি পারবে বলতে, প্রেম  আসলে কি ?