দারোয়ান ঘুমিয়ে পড়ে গেটে,
মাথার উপর ঝড়ের কালো আংটি,
বয়স বাড়ে আস্তে আস্তে, আর
ছুঁয়ে দেয় অপার্থিব শান্তি।


যখন পাখির পালক চিনিয়ে দেয় আসমান,
পিছন ফিরে সূর্যাস্তের বাষ্প,
অন্ধকারের চোখ রাঙানি ফেলে,
ধিরে সুস্তে আলোয় ফিরে আসব।


খুরের ধার ধুয়ে যায় ঝর্নায়,
বাঁশির সুরে আরব্য রজনী,
কান্নার আবার রাজনিতিও হয়?
আমি ছাড়া এটা বোঝেও বা কজনই।


আয়না আবার ফিরিয়ে দেয় যৌবন,
ইউটেরাসের বাইরে রেখেছি দুরবিন,
দরজা খুলেই সাগরের উচ্ছ্বাসে,
তুই আমার মতই পাগল হয়ে ঘুরবি।