(১)
জনবহুল রাস্তায়
বেশ কিছু ছায়া লুকিয়ে থাকে
সর্বসমক্ষে, আলোর মাঝে।


মানুষের তৈরি চন্দ্রমা
ভঙ্গুর কাচের বল
ঝুলে থাকে নগ্ন দেওয়ালটায়।


মিথ্যে সুখের নীচে
চাপা পড়ে আছে
ঘুম থেকে না ওঠার ছুতো।


(২)
কিছু না শোনা গল্প
শিকড়ের মত
জড়ানো, মাটির গভীরে।


অস্তগামী সূর্য,
আর সীমান্ত অবধি
ছড়িয়ে থাকা প্রতিবিম্ব।


চোরা নজরে দেখি,
লজ্জিত ইতিহাস
মাথানত করে দাঁড়িয়ে।