জ্ঞানের পরীক্ষা নিতে রাজ জ্যোতিষীর
দরবারে ডেকে নিলেন বাদশা অালমগীর,
প্রশংসা করবে তুমি কেবলই তার
অামার চেয়ে বড় রাজ্য অাছে যার।


মাথার উপর নীল অাসমান যার
মুল্লুক বড় অামার সেই বাদশার।
উত্তর শুনে জাহাপানা একটু কাশে
জ্যোতিষীরে ডেকে নেয় তাহারি পাশে।


বল!
কে অাছে অামার মত বিত্তশালী ধনি
অঙ্গ ভরা কার অাছে হীরা, মুক্তা, মনি।
কার অাছে অামার চেয়ে দয়ালু হৃদয়
অালমগীর জ্যোতিষীরে উচ্চস্বরে কয়।


যার করতলে অাছে সর্গ দু-হালি
সেই অাপনার চেয়ে সম্পদ শালী,
যে বিশ্ব সৃজন করেছে নিজের জন্য নয়
তার অাপনার চেয়ে মলিন হৃদয়।
ধন্য অামি মহাজ্ঞানী দেখে অাপনার জ্ঞান
মাথার মুকুট খুুলে কহে অালমগীর,
যুগে যুগে জন্ম হোক
অাপনার মত রাজ জ্যোতিষীর।