অন্নপূর্ণা তুমি অতুলনীয় এই ভুবনে,
রুপের অপ্সরী তুমি
রুপিনি রমণী তুমি
রামধনুর রং তুমি সু-বিশাল গগনে ৷


তুমি স্বচ্ছ সাগর মাঝে জল পরীর বেশে,
নৃত্যের তালে মত্ত নাচালে তুমি
যেন বেহুলা বেশিনি তুমি
তোমার হাসি পদ্ম ফোঁটায় আরব মরুর দেশে ৷


তোমার সাঁজে জগৎ মাতে আপন গৌরভে,
ভুবন ভুলালে তুমি
রমনীদের সেরা তুমি
পুষ্প তুমি গন্ধ ছড়াও আপন সৌরভে ৷


মায়াবী তুমি কন্ঠসি তুমি ভুলাও আপন সুরে,
চন্দ্রের আলো তুমি
ধারালো বর্ষা তুমি
অপ্সরী তুমি বিজলী চমকাও আপন নূরে ৷