যতদিন যাচ্ছে তত একাকিত্বের স্তুপে পরিনত হচ্ছি।
চূর্ণ হচ্ছে রাত, ঘুমহীন চোখে হাজার স্বপ্ন ঘুরে বেড়ায়,
তাদের আমি দেখতে পাই না।
আমাকে আমি আনুবাদ করেছি যন্ত্রণায়
দেখেছি আমার ভিতরটা শুকিয়ে গেছে
যেমন করে চৈত্রে মাঠ শুকায়,
আমি গুটিয়ে গেছি শামুকের মত
যেন নিজেকে নশ্বর দাবি করা যায়।
আমাকে আমি আপন করেছি অবহেলায়
নিষ্পাপ চোখে আমার দি কে তাকালে,
অনুমতি ছাড়াই জল গড়াবে তোমার চোখে।