পুষ্প দ্বলে অশ্রু
সরবরে বর্ষায় বন ফুলে,
মধু উছলায় দুলে দুলে
কেননা কে নেবে কাকে তুলে।
স্নেহ দেয় তারন্য শাখার
একটুকু সুখ।
শুধু চাওয়া পাওয়ার মাঝে
প্রেম বিদগ্ধ হয় না,
বৃত্তের ওপারে যার সুখ রাখা।


অাধার হতে অালো দেখা যায় সহসা,
অালো হতে অাধার ধূসর কুয়াশা।