শকুন এসেছিল উড়ে পশ্চিম থেকে
অাসন পাততে বাদশাহি মহীরুহে,
রক্ত খেয়ে হয়েছে মাতাল
অাচড় কেটেছে গর্ভবতীর মৃতদেহে।


এখানে ওখানে মরালাশ পচে!
এই অরণ্য দিতে হবে তাকে,
ভয়ে কাটে দিন, কাটে রাত
শকুনের হয়ে খবর দিচ্ছে স্থানীয় দাঁড়কােকে।


এই সবুজের মুক্ত পাখিদের
ভেঙ্গে যায় ও যদি ডানা,
অান্তবলে ওড়ে এরা
শকুনের ছিলনা জানা।


এক সমাবেশে সব পাখি
একটি পাখির অাহ্বানে হলো জমা,
ববলো মনবনা এই অবিচার
করবনা শকুনরে ক্ষমা।


যুদ্ধ হলো, অারো রক্ত খেলো শকুন
তারপর সব শান্ত চারদিকে নিরাবতা,
অরণ্য শত্রু মুক্ত
পাখিরাও পেল স্বাধীনতা।


কিন্তু দাঁড়কাক রয়ে গেল অরণ্যে
সাহসীরা পেল খেতাব, অারো পেল বলবনা থাক,
কিন্তু হায়! তারা কজনেই বা পেল
এখন বনের নেতৃত্ব দেয় দাঁড়কাক।