নিশ্বাসে বহিছে অস্থির কল্পনা
তার সাথে জ্বালা ও যে অল্পনা !
বক্ষ ছেদিয়া কম্পন গিয়ে,
সাথে সব, নষ্ট কষ্ট নিয়ে
পাহাড়ের গাঁয় পড়েছে তেড়ে,
তার আঘাতে দানব গিরি, একবার ওঠে নেড়ে ৷


এতোদিনে মনে খেয়াল জাগে,
বর্ষা বিদায়ের কেবলই আগে ৷
ঐ হাওড়ে ফুঁটে শাপলার ফুল
সমীর তরঙ্গে করিছে দোদুল,
তোরা কে যাবি বল মোর সাথে ?
কলি যবে ফুঁটিবে প্রভাতে ৷


ভাড়া করে নাউ
বিলের জলে ডুবায়ে পাউ,
হংস যেথায় করেনা কুলকুল
সেই সচ্ছ জলের কুমারী ফুল
তুলিতে আমার সাথে,
নীরবে, আজ এ প্রভাতে ৷