সভ্যতার সাথে যুগ যুগ পেরিয়ে এসেছি
অমৃত সুধার নিগূঢ় রহস্য,
নীল সমুদ্রের ওপারের নিষুপ্ত নগরী,
সবই আমি জানি ৷
বাতাসের নিলীন ভাষা, রাত্রির নিরবতা
সব বুঝে আমি প্রদৃপ্ত, পৃথিবীর ৷
শুধু ছলনার বৈভব আমার ছোঁয়ার বাইরে,
মত্তের দাহণ, মনসার বিষ
সবই সইতে পারি ৷
শুধু সভ্যতার ভূষণ এই "ছলনা" সইতে পারি না ৷
কত ঋষি-মনীষী, কত মহারাজ
শত বিশ্ব প্রেমিকেরা ও দলে দলে
ছলনার গোপন ছলে হয়েছে আহম্মুক ৷
পৃথিবীর রং এখন পাল্টে গেছে
মানুষ এখন অদ্ভুদ প্রানী!
এরা নবজাতকের মস্তিষ্কে ছলনার আবাদ করে ৷
তাই আমি সভ্যতার দিকে চেয়ে থাকি
নতুন সভ্যতার পথ চেয়ে!