তুমি ফিরে এসো প্রিয়া,
এসো আমার করে দেহ মন, হিয়া ৷৷
আমি পথ চেয়ে আছি ক্লান্ত নয়নে,
এসো স্বপ্নচারীনি হয়ে মোর বাতায়নে ৷
এলে চৈত্র ফাঁটা এই অবহেলিত হৃদয়ে,
যেন জমজমের নহর যাবে বয়ে ৷
এসো প্রিয়া, তুমি ছাড়া অপূর্ণ লাগে,
এই নিসঙ্গতায় তোমার তরে অভাব জাগে ৷
উন্মুক্ত বর্ষণ থেমে শান্ত রদ্দুরের মত,
মিটাও আমার হিয়ার যত ক্ষত ৷
কমই ফিরে এসো প্রিয়া,
এসো মনের সকল বাধা হেরিয়া ৷৷
এসো ছিঁড়ে ফেলো সেই পুরনো মালা,
যেথায় একটি পুথির পরে একটি করে জ্বালা ৷
তুমি ফিরে এসো প্রিয়া,
এসো আমার করে দেহ মন, হিয়া ৷৷