আলমপানা দ্যুলোক নিয়ে,
খেলছে আজব খেলা ৷
প্রভু পবনে নাচায়
ক্লান্ত মেঘের ভেলা,
বিভূ মত্তেও তনয়া দ্বারা
বারে বারে দিল হেলা ৷
দিল অন্ধের মনে,
জ্বেলে বাসনারও জ্বালা ৷


তবুও পরতে পরতে গর্জে তার
হাজারও রঙ্গিন মেলা ৷
নিদ্রায় স্বপ্ন আবেগের এক কোনে,
বিলাইছে প্রভাত আলো ৷
অন্ধ, মন রুদ্ধে ভাবিয়া দেখিল,
শেষ হচ্ছে বেলা !


বহু রুপির মন জয়
কভু নাহি হয় ৷
সে সর্বগ্রাসী,
তাকে ধিক্কার শত বার,
সে বহু রুপি রুপের আধার ৷